Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
আন্ডারচর আশ্রায়ন কেন্দ্র
বিস্তারিত

দর্শনীয় স্থান

 

এই স্থানটির নাম আশ্রায়ন কেন্দ্র/ব্যারাক হাউজঃ    বাংলাদেশের মধ্যে দরিদ্র ও অসহায় পরিবারের আশ্রয় স্থান হিসাবে এটি এক অন্যতম স্থান।এই স্থানটি নোয়াখালী জেলার অন্তরগত সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্বমাইজচরা নামক গ্রামে ০৪নং ওয়ার্ডে অবস্থিত ।এই স্থানটি মনমুগ্ধকর পরিবেশে গঠিত। প্রতিটি দালান ০৫কক্ষ বিশিষ্ট৩০টি দালানে ১৫০কক্ষে মোট১৫০টি পরিবার বসবাস করে। বাংলাদেশ সরকার প্রত্যেক অসহায় পরিবারের জন্য বিনামূল্যে এই কক্ষ গুলো রেজিষ্ট্রিসহ যাবতীয় কাগজ-পত্র উপকারভোগীদের মাঝে হস্তান্তর করেন।

যাতায়াত ব্যবস্থাঃ

নোয়াখালী মাইজদী হইতে বাস/সিএনজি যোগে সোনাপুর জিরো পয়েন্ট নেমে সিএনজি যোগে বাংলাবাজার নামতে হবে। বাংলাবাজার হইতে রিক্সা যোগে আশ্রায়ন কেন্দ্রে যাওয়া যাবে।

যাতায়াত ভাড়াঃ

মাইজদী হইতে সোনাপুর = সিএনজি-১০টাকা, বাস-০৫টাকা।

সোনাপুর হইতে বাংলাবাজার = সিএনজি-৪৫টাকা।

বাংলাবাজার হইতে আশ্রায়ন কেন্দ্র = রিক্সা-২০টাকা।