কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে সদর উপজেলার মধ্যে আন্ডারচর ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।
ক)নাম- ২০নং আন্ডারচর ইউনিয়ন পরিষদ।
খ)আয়তন- ৪৬.৯৮ বর্গ কি:মি:
গ)লোকসংখ্যা: ৪০১১০ জন
ঘ)গ্রামের সংখ্যা: ৪টি
ঙ) গ্রাম সমূহের নাম :
১। পশ্চিম মাইজচরা (১,২, এবং ৩ নং ওয়ার্ড)
২। পূর্ব মাইজচরা (৪ এবং ৫নং ওয়ার্ড)
৩। আন্ডারচর (৬,৭ এবং ৮নং ওয়ার্ড)
৪। কাজির চর (৯ নং ওয়ার্ড)
চ)মৌজার সংখ্যা: ৪টি
ছ)হাট/বাজারের সংখ্যা- ৯টি
জ)উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, ইজি বাইকের মাধ্যমে
ঝ)শিক্ষার হার: ৩০%(২০১১ সালের আদমশুমারী অনুসারে)
ঞ)সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ০৮টি
ট)বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ২টি
ঠ)উচ্চ বিদ্যালয়- ২টি নিম্ন মাধ্যমিক- ০২টি(জুনিয়র স্কুল ১টি)
ড) মাদ্রাসা- ০৯টি
ঢ)মহিলা মাদ্রাসা- ১টি
ণ)দায়িত্বরত চেয়ারম্যান- মোঃ জসিম উদ্দিন
ত)গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান- ২টি
থ)ঐতিহাসিক পর্যটন স্থান- ০০টি
দ)ইউপি প্রথম নির্বাচন ২০১১ খ্রিঃ
ধ) ইউপি ভবন স্থাপিত কাল: সাল ২০১৩খ্রিঃ
ন)নবগঠিত পরিষদের বিবরণ:
শপথ গ্রহনের তারিখ:
প্রথম সভার তারিখ:
মেয়াদ উত্তীর্নের তারিখ:
প)ইউনিয়ন পরিষদের জনবল :
নির্বাচিত চেয়ারম্যান : ০১ জন।
নির্বাচিত পরিষদ সদস্য: ১২জন।
ইউনিয়ন পরিষদ সচিব: ১জন।
ইউনিয়ন অফিস সহকারী কাম আদায়কারী : ০০জন।
ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা : ০২ জন।
ইউনিয় গ্রাম পুলিশ : ১০ জন।
ইউনিয়ন নাইট গার্ড : ০০ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS